বিনোদন লিড নিউজ

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়

টলিউডে নক্ষত্রপতন। সময় কি হয়েছিল যাওয়ার তবু নীরবে চলে গেলেন। অসময়ে চোখের জলে বিদায় নিলেন টলিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার রাত একটা নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয় অভিষেক চট্টোপাধ্যায় এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তার এই হটাৎ মৃত্যুতে বিনোদন জগতে শোকের ছায়া।

সূত্রের খবর, বুধবার রাতেও শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন অভিনেতা। শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতলে ভর্তি হতে রাজি হননি অভিনেতা নিজেই। বাড়িতেই শুরু হয় চিকিৎসা ব্যবস্থা। স্যালাইন দেওয়া হয়। বাড়িতেই অক্সিজেন আনা হয়। ওষুধ দেওয়া হয় । মাঝ রাতে তীব্র হার্টঅ্যাটাকে মারা যান এই অভিনেতা।

পারিবারিক বন্ধু ও অভিনেতা কৌশিককে বেশ কিছুদিন আগে তিনি জানান, পায়ে ভীষণ যন্ত্রণা রয়েছে যার কারণে গাদা গাদা ওষুধ খেতে হচ্ছে। সেই যন্ত্রণা নিয়ে এই শুটিংয়ের কাজে বেরিয়েছিলেন অভিষেক। আর সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

মৃত্যুর পর থেকেই নিজের বাসভবনে রাখা ছিল তার মরদেহ। আজ ১২টা নাগাদ তার দেহ নিয়ে যাওয়া হয় টেকনিসিওন স্টুডিওতে। সেখানে অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানান টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। এরপর কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

প্রসঙ্গত, ১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্ম। পথভোলা তার প্রথম ছবি। এরপর তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিতে সময় নেননি অভিনেতা। তারপর দীর্ঘ বিরতি নিয়েছিলেন। ধারাবাহিকে অভিনয়ের মধ্যে দিয়ে ফিরে আসেন অভিনয় জগতে। সম্প্রতি,খরকুটো সিরিয়ালে দেখা গিয়েছে তাকে। তার অকাল প্রয়াণ মেনে নিতে পারছে না সংস্কৃতি মহল।