রাজ্য লিড নিউজ

অন্তিম যাত্রায় প্রিয় মানুষকে শেষ শ্রদ্ধা

শুধু রাজনীতি নয় খেলার সঙ্গেও ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। শুধু ফুটবল নয়, রাজ্য কবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী৷ এক সময় যুক্ত ছিলেন বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সঙ্গেও। ইডেনে ক্রিকেট ম্যাচ হলেও সাহায্যের হাত এগিয়ে দিতেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে শোকাচ্ছন্ন কলকাতা ময়দান।

বৃহস্পতিবার রাতে আলোর উৎসবের দিনে মোহনবাগান অন্ধকারে। মোহনবাগান-অন্ত প্রাণ মানুষটা যে এভাবে চলে যাবেন, তা প্রত্যেকের ধারণার বাইরে।

শুক্রবার প্রয়াত আদ্যপান্ত মোহনবাগানিকে শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদন যান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, ক্লাবের অর্থসচিব দেবাশিস দত্ত এবং প্রাক্তন ফুটবলার সত্যজিত চট্টোপাধ্যায়। শেষবারের মতো সুব্রতবাবুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর দেহ সবুজ-মেরুন পতাকায় মুড়িয়ে দেন মোহনবাগান কর্তারা। ঠিক হয়েছে শুক্রবার ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে।