জেলা

সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র বাংলায়

এবার বাংলার কপালে পালক যুক্ত হতে চলেছে। কারণ দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে সাগরদিঘিতে। আর তার ফলে বিদ্যুতের বিপুল চাহিদাও মেটানো যাবে। পাঁচ মেগাওয়াট শক্তিসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র তৈরিতে অনুমোদন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। কিন্তু এখন প্রশ্ন হল, রাজ্যে কী বিপুল পরিমাণ বিদ্যুতের চাহিদা আছে?‌ সিইএসসি যে বিদ্যুৎ বিলের বোঝা চাপিয়ে চলেছে তা কী কমবে?‌
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের বৈঠকে বিষয়টি তোলেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বিষয়টি মন্ত্রীসভার অনুমোদন লাভ করেছে বলে খবর। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পাঁচ মেগাওয়াট শক্তিসম্পন্ন এই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র হবে। এই ভাসমান সৌরবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে রাজ্য সরকারের ২২ কোটি টাকা খরচ হবে।
কেমন করে তা হবে?‌ পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশন লিমিটেড এই বিদ্যুৎকেন্দ্র তৈরি করবে। ভাসমান হাইড্রোলিও মঞ্চের উপরে সোলার মডিউল বসবে। ভাসমান হাইড্রোলিও মঞ্চ তৈরি করছে ফরাসি কোম্পানি সিল অ্যান্ড টেরে। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কাঁচা জলের ৩ নম্বর পুকুরে এই বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হচ্ছে।