বাংলাদেশ

বাংলাদেশের রাজপথে গিনিসের হাতছানি

রেকর্ড গড়ে চলেছে বাংলাদেশ। কয়েকদিন আগেই বগুড়ায় শস্যখেতে বঙ্গবন্ধুর ছবি এঁকে গ্রিনেস রেকর্ড ছিনিয়ে এনেছে বাংলাদেশ। গ্রামের কথা বলে যুক্তি দেখানোর দিন শেষ। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ এখন উদীয়মান অর্থনীতির দেশ। এবার আরও একটি রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। সেটিও উত্তরজনপদে, গাইবান্ধায়। সেটি হচ্ছে বিশ্বের দীর্ঘতম আলপনা। তাও আবার রাজপথে। বঙ্গবন্ধু সৈনিকেরা অবাক করে দিতে চান বিশ্বকে। মুজিব–মন্ত্রে দীক্ষিত এই কর্মবীরদের উৎসাহ জোগাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গাইবান্ধায় আঁকা হচ্ছে বিশ্বের দীর্ঘতম আলপনা। গাইবান্ধা, সাঘাটা, ফুলছড়ি সড়কের ১০ কিলোমিটার জুড়ে চলছে বিশ্বের এই দীর্ঘতম আলপনা উৎসব। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এই আলপনা উৎসবের আয়োজক। পুসাগের নির্বাহী সভাপতি ডা: তন্ময় নন্দী ও প্রধান সমন্বয়ক চন্দ্রশেখর চৌহান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা গাইবান্ধা জেলা শহরের পুলিশ লাইনের সামনে থেকে এই আলপনা আঁকা শুরু করেছেন। এর দৈর্ঘ্য হবে ১০ কিলোমিটার।
এখনও পর্যন্ত বিশ্বে সর্বোচ্চ ৩.৯ কিলোমিটার দীর্ঘ সড়ক জুড়ে আলপনা আঁকার রেকর্ড রয়েছে। এই রেকর্ডেরও ভাগীদার বাঙালিরাই। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফুলিয়ায় ২০১৭ সালের অক্টোবর মাসে এই আঁকায় যোগ দিয়েছিলেন প্রায় ৮০০ শিল্পী।