লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছিল জাতীয় মানবাধিকার কমিশন। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে লালন মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যু হল? তারই তদন্ত শুরু করে জাতীয় মানবাধিকার কমিশন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মহেশ কুমার মিত্তালের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়। তবে, লালন শেখের রহস্যমৃত্যুতে মানবাধিকার কমিশনের করা মামলার শুনানি ইতিমধ্যেই শেষ। রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।
প্রসঙ্গত, বগটুই গণহত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের রহস্যমৃত্যুর কিনারা করতে সিবিআইএর অস্থায়ী ক্যাম্পের পর শুক্রবার লালন শেখের বাড়িতে পৌঁছয় ফরেন্সিক টিম। সেখানে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় লালনের স্ত্রীকে। সিআইডি আধিকারিকদের একটি দল পৌঁছন বগটুইয়ে। ইতিমধ্যেই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়ে লালন শেখের স্ত্রী রেশমা বিবির বয়ান রেকর্ড করেছেন সিআইডি-র গোয়েন্দারা। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে তাঁর যাবতীয় অভিযোগ শুনেছে সিআইডি। লালনের মৃত্যুর পর বগটুই গ্রামে চাপা উত্তেজনা রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
লালনের স্ত্রী রেশমা বিবি তিন পাতার অভিযোগ করেন। যেখানে কিনা অন্তত ৭ জন সিবিআই আধিকারিকের নাম ছিল। পাশাপাশি লালনের স্ত্রী জানান, মামলা ধামাচাপা দেওয়ার জন্য সিবিআইয়ের তরফে তাঁর কাছে ৫০ লক্ষ টাকা ঘুষ দাবি করা হয়। সিবিআইয়ের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেন লালনের স্ত্রী।