আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। গত শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে।
সোমবারের পর মঙ্গলবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দেয় চিকিৎসক মহল। এবার আরজিকরের ঘটনায় লালবাজারে তলব করা হল মেডিসিন বিভাগের প্রধান এবং সহকারী সুপারকে। এদিন বেলা ১১টা নাগাদ তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সূত্রের খবর, নিহত তরুণীর বাবা-মা জানিয়েছিলেন, হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাঁদের ফোন করে জানিয়েছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। কার্যত সে কারণেই এবার তাঁদেরকে তলব করা হয়।