আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনায় মাঝরাতেই এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। স্বতঃপ্রণোদিত খুনের মামলা রুজু করেছে পুলিশ। লালবাজার তরফে সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা ডাক্তারকে খুন করা হয়েছে বলেই পুলিশের প্রাথমিক অনুমান।
ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। শরীরের একাধিক জায়গায় ক্ষত চিহ্ন। মৃতের বাঁ পায়ে আঘাতের চিহ্ন। যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন। চোখ থেকে রক্তক্ষরণ। মৃত চিকিৎসকের গলার একটা হাড় ভাঙ্গা। মুখে একাধিক ক্ষত চিহ্ন।
ময়না তদন্তে রিপোর্টে উল্লেখ, রাত ৩ টে থেকে ৬ টার মধ্যেই এই ঘটনা ঘটেছে। গলার একটি হাড় ভাঙা পাওয়া গেছে, যা সাধারণত হাত দিয়ে গলা টিপে খুন করলে গলার ওই জায়গায় হাড় ভাঙার সম্ভবনা থাকে। তাই এই মৃত্যুকে খুন বলেই দাবি পুলিশের। তবে আর জি করে কেন ময়নাতদন্ত করা হল তার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।