আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতর উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়াল কলকাতা পুলিশ। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ওইসব এলাকায় কোনও জমায়েত করা যাবে না বলেই বিবৃতি দিয়ে জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
মঙ্গলবার রাতে কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েত করতে পারবে না। আগামী ১৬ অক্টোবর অর্থাৎ বুধবার থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ এই সময়সীমার মধ্যে আরজি কর সংলগ্ন জায়গায় পাঁচ জন বা তার বেশি মানুষ একত্রিত হতে পারবেন না।
ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ নম্বর ধারা মেনে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে শ্যামপুকুর, উল্টোডাঙা ও টালা থানা এলাকার কয়েকটি রাস্তাতেও জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। বিবৃতিতে সেটাও উল্লেখ করা হয়েছে। এই ১৬৩ ধারা লাগু করা নিয়ে অবশ্য মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে ধাক্কা খায় রাজ্য পুলিশ। রানি রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্সদের দ্রোহের কার্নিভাল আটকাতে এই ধারা লাগু করা হয়েছিল। তবে আদালত তা খারিজ করে কার্নিভালের অনুমতি দেয়।