খেলাধুলা ব্রেকিং নিউজ

পিভি সিন্ধুর পর সোনা জিতলেন লক্ষ্য সেন

জীবনের প্রথম কমনওয়েলথ গেমসেই সোনা জয়। পিভি সিন্ধুর পর লক্ষ্য সেন। সোমবার জোড়া সোনা এল ব্যাডমিন্টন থেকে। পুরুষদের সিঙ্গলসে ১৯-২১, ৯-২১, ২১-১৬ গেমে হারান মালয়েশিয়ার এনজি টজে ইয়ংকে। এক গেমে পিছিয়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন ২০ বছরের ব্যাডমিন্টন খেলোয়াড়।

কমনওয়েলথ গেমস ২০২২-এ ভারতের হয়ে আরও একটি সোনার পদক এনে দিলেন পি ভি সিন্ধু। তিনি হেলায় এই কানাডিয়ান শাটলারকে পরাজিত করে বার্মিংহামে তেরঙ্গা উত্তোলন করেন। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এটি ভারতের ১৯ তম স্বর্ণপদক। একই সাথে, মহিলা ব্যাডমিন্টনের একক ইভেন্টে কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন হয়েছেন । প্রথম গেমটি ২১-১৫ জিতেছে এবং দ্বিতীয় গেমটি ২২-১৩ ব্যবধানে জিতেছেন।

কমনওয়েলথ গেমস ২০২২ ব্যাডমিন্টন ইভেন্টে এটি ভারতের প্রথম স্বর্ণপদক। পিভি সিন্ধুকে কমনওয়েলথ গেমসের সোনা জিততে খুব একটা লড়াই করতে হয়নি। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহজেই জিতে নেন স্বর্ণপদক ম্যাচ। পি ভি সিন্ধু স্বর্ণপদক ম্যাচ জিততে মাত্র ৪৮ মিনিট সময় নিয়েছিন। কানাডিয়ান শাটলার মিশেল লির বিরুদ্ধে এটি পিভি সিন্ধুর ৯ তম জয়।