জি বাংলায় শুরু হয়েছে অপরাজিতা আঢ্যের নতুন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। অন্যদিকে ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে আলিয়া ভাট অভিনীত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি’। প্রথমদিনেই বক্স অফিসে ঝড় তুলেছে সঞ্জয় বনশালী পরিচালিত এই ছবি।এবার এই ছবির অন্যতম জনপ্রিয় গান ঢোলিড়াতে লক্ষ্মী কাকিমা সুপারস্টারের সেটে নেচে তাক লাগিয়ে দিলেন অপরাজিতা আঢ্য।
অপরাজিতা আঢ্য দক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি বরাবরই ভালো নৃত্য শিল্পী।তবে এই ঢোলিড়া গানে তাঁর নাচ দেখে রীতিমত হতবাক তাঁর অনুগামীরা। তাঁতের শাড়িতে লক্ষ্মী কাকিমার সোয়্যাগ এই রূপ দেখে মুগ্ধ নেটপাড়ার বাসিন্দারা।
অপরাজিতার সঙ্গে এই গানে নাচতে দেখা গিয়েছে লক্ষ্মী কাকিমা টিমের মহিলা ব্রিগেডকে। গুজরাটের এই গরবা নাচে একটি রিল ভিডিয়ো পোস্ট করে অপরাজিতা আঢ্য লিখেছেন‘সুপারস্টার লক্ষ্মী কাকিমার সংসারে সবাই রকস্টার।’ আসলে লক্ষ্মীকাকিমা যে প্রকৃত অর্থে দশভূজা এই নাচ তাঁরই প্রমাণ।
এমনিতেই শুটিং মানেই লম্বা সময়ের কাজ। ঘণ্টার পর ঘণ্টা সেটেই কাটাতে হয় অভিনেতা অভিনেত্রীদের।তাই শুটিং এর ফাঁকে মজা আড্ডা সবই চলতে থাকে।তবে বর্তমান যুগে শুটিং এর ফাঁকে রিল ভিডিয়ো বানিয়ে নিজেদের ব্রেক টাইমটাই কাটান অভিনেতা অভিনেত্রীরা।
দীর্ঘ সময় পর টেলিভিশনে কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্য।যদিও মাঝে বেশ কয়েকটা নন ফিকশন শো করেছেন তিনি।প্রথম সপ্তাহে ৭.৯ রেটিং পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।