নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। বৃহস্পতিবার সকালে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের চার জায়গায় এক যোগে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এদিন সকাল ৮টা নাগাদ বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতেও হানা দেয় সিবিআই। একইসঙ্গে জাফিকুল ইসলামের টিচার্স ট্রেনিং কলেজের অ্যাকাডেমিক বিল্ডিংয়েও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা।
এদিন চিরুনি তল্লাশির পর তাঁর বাড়ি থেকে উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। বিধায়কের বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা ২৪ লক্ষ টাকা উদ্ধার করেছেন বলেই জানা গিয়েছে। যদিও বিধায়ক দাবি করেছেন, এটি একটি জমি বিক্রির টাকা। ইতিমধ্যেই তদন্তে নেমে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন জাফিকুলের নামে বিএড , ডিএড, ইঞ্জিনিয়ারিং ও ফার্মাসিস্ট কলেজ রয়েছে। এ বিষয়ে ডোমকল থানার আইসি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন।