আন্তর্জাতিক

ওসামা বিন লাদেন কী চেয়েছিলেন?‌

ওসামা বিন লাদেন আগে থেকে জানত, ‘জো বাইডেন (প্রেসিডেন্ট হলে) আমেরিকাকে বড় বিপদের মধ্যে ফেলে দিতে পারে।’ এমনকী লাদেন নাকি বুঝতে পেরেছিল, জো বাইডেন একদিন মার্কিন প্রেসিডেন্টের আসনে বসবেন এবং অন্যতম ‘অপদার্থ রাষ্ট্রপতি’ হবেন। তাই বাইডেনকে হত্যা করার পরিকল্পনা করা হলেও পরে সেই ছক বাতিল করে আল কায়দা প্রধান। এই তথ্য জানা গিয়েছে, একটি চিঠি উদ্ধারের পর যেখানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে।

ডেইলি মেল সূত্রে খবর, ২০১০ সালে ওসামা শেখ মাহমুদ নামের এক ব্যক্তিকে একটি চিঠি লেখে, যেখানে জো বাইডেন সম্পর্কে এই উক্তি করা রয়েছে। লাদেনই নাকি বাইডেনকে মার্কিন রাষ্ট্রপতি হতে দেখতে চেয়েছিল, এমনও দাবি করা হয়েছে সদ্য প্রকাশিত ওই প্রতিবেদনে। ২০১০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রাক্তন সিআইএ ডিরেক্টর ডেভিড পেট্রুসকে হত্যা করার ছক কষেছিল ওসামা। পরে বাইডেনকে বাঁচিয়ে রেখে আমেরিকাকে ধ্বংস হতে দেখতে চেয়েছিল ওসামা।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে রাতের অন্ধকারে যখন মার্কিন সেনাবাহিনী লাদেনকে হত্যা করে, তখনই ওই বাড়ি থেকে প্রচুর নথিও উদ্ধার হয়। তার মধ্যে এমন একটি চিঠিও উদ্ধার হয়েছে যেখানে লাদেন বাইডেনকে নিয়ে কিছু কথা লিখেছে। তখন ওবামার ডেপুটি ছিলেন বাইডেন। চিঠিতে লাদেন লেখে, ‘‌ওবামাকে হত্যা করলে আপসেই বাইডেন বাকি সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট হয়ে যাবে, কারণ সে দেশে এটাই নিয়ম।’‌

উল্লেখ্য, ২০২০ সালে যখন বাইডেন নিজেকে রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেন, তখন এই বিষয়টি উল্লেখ করে তাঁকে খোঁচা দিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও। ট্রাম্প বলেছিলেন, ওসামা ওবামাকে মারতে চেয়েছিল কারণ তাহলে জো বাইডেন ক্ষমতায় চলে আসত। বাইডেন এতটাই নিদারুণ অপদার্থ যে আমেরিকা ধ্বংসের মুখে চলে যেত।