পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনায় ভারত–চিন দু’পক্ষেরই ক্ষতি হয়েছে। চিন যদি উচ্চপর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত মেনে স্থিতাবস্থা বজায় রাখতো তাহলে এমন ঘটনা ঘটতো না। মঙ্গলবার এটাই জানিয়ে দিল বিদেশ মন্ত্রক। একইসঙ্গে ভারত সার্বভৌমত্বের সঙ্গে আপোস করবে না। এই মন্তব্যের পরই চিন ভালভাবে বুঝতে পারছে ভারত লাদাখ ছাড়বে না।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘সীমান্তের নিয়ম অনুযায়ী এলএসি’র ভেতরেই রয়েছে ভারত । আমাদের আশা চিনও সেটাই করবে। ভারত চায় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে। যে সমস্যা রয়েছে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপোস করা হবে না।’ তবে আলোচনা না করে চিন এগোলে ভারতও এগোবে তা এদিনের মন্তব্য থেকে স্পষ্ট বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, লাদাখের প্যাংগন লেক এবং গলওয়ান উপত্যকায় দু’দেশের মধ্যে উত্তেজনা রয়েছে। এই নিয়ে দু’দেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে ঠিক হয়, শান্তিপূর্ণ উপায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া হবে। কিন্তু সোমবার রাতে ওই ভয়ঙ্কর ঘটনা ঘটে। চিনের সেনারা একতরফাভাবে ভারতীয় জওয়ানদের ওপরের পাথর, লাঠি, রড নিয়ে চড়াও হয়। পাল্টা প্রতিরোধ করে সেনাবাহিনীও। তাতেই চিনের পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি ভারতের এক কর্ণেল ও দুই জওয়ান শহিদ হয়েছেন।
