রাজ্য লিড নিউজ

নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন কুন্তল ঘোষের

অবশেষে জামিন পেলেন কুন্তল ঘোষ। বুধবার নিয়োগ দুর্নীতির মামলার রায়দানে তাঁকে জামিন দিল কলকাতা উচ্চ আদালত। বিচারপতি শুভ্রা ঘোষ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে এই জামিন একাধিক শর্তসাপেক্ষে।

উল্লেখ্য, গত বছর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় একই মামলায় পার্থর পাশাপশি ইডি গ্রেফতার করেছিল প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষকে। তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্যও পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বারবার আদালতে জামিনের আর্জি জানান কুন্তল। সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন তিনি। তবে লাভ হয়নি। মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় শীর্ষ আদালত। একমাসের মধ্যে নিষ্পত্তি করার পরামর্শ দেওয়া হয়। অবশেষে বুধবার মিলল জামিন। ইডির মামলায় ১০ লক্ষ টাকার বন্ডে কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।