নিয়োগ দুর্নীতি কাণ্ডে প্রায় দু’বছর জেলে থাকার পর এবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন কুন্তল। ইডির করা মামলায় আগেই জামিন পেলেও সিবিআই-এর করা মামলায় জামিন না পাওয়ায় জেলমুক্তি হয়নি তাঁর। তবে এবার সেই বাঁধাও রইল না। সিবিআইয়ের মামলা থেকেও তাঁকে জামিন দিল সর্বোচ্চ আদালত।
যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের এই জামিন বেশকিছু শর্ত সাপেক্ষ। ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তলকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে জেলে রয়েছেন তিনি। ইতিমধ্যে নিয়োগ মামলায় অনেকে জামিন পেলেও বারে বারে কুন্তলের জামিন নাকচ হয়ে গিয়েছিল। কুন্তলের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল।
কুন্তলের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতি মামলায় টাকা আদায়ের অন্যতম মাথা ছিল কুন্তল। ইডির মামলায় কলকাতা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সিবিআইয়ের মামলা থেকেও জামিন পেতে কলকাতা হাইকোর্টেই প্রথমে আবেদন জানিয়েছিলেন কুন্তল। তবে সেখানে ফলপ্রসূ রায় না পেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তাঁর আইনজীবী। সেখান থেকেই আজ জামিন মঞ্জুর হয়েছে কুন্তলের।