রাজ্য

‘‌ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল’‌, দাবি কুণালের

দলের নেতা–মন্ত্রীদের পাঠিয়ে ত্রিপুরায়। বিপ্লব দেব সরকারের ওপর চাপ বাড়ানোর কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেকের পর এবার কুণাল। সেখানে সংগঠনকে ঢেলে সাজাতে এবার ত্রিপুরায় গেলেন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যাওয়ার আগে বিজেপি সরকারের প্রবল সমালোচনা করলেন তিনি। আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে।

এই কথা অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। তাঁর নির্দেশেই বুধবার ত্রিপুরা রওনা হলেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। আর ভিন রাজ্যে সফরের আগে ট্যুইটারে ত্রিপুরাবাসীকে বার্তা দিলেন কুণাল। ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে কুণাল ঘোষ বলেন, ‘‌দলের কাজে ত্রিপুরা যাচ্ছি। ত্রিপুরার সঙ্গে আমার পুরনো সম্পর্ক। ত্রিপুরার কোনও উন্নয়ন হয়নি। তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরায় উন্নয়ন হবে। ত্রিপুরায় সরকার গড়বে তৃণমূল। বিজেপির বিদায় আসন্ন।’‌
পর পর ট্যুইটে কুণাল লিখেছেন, আগে বহুবার ত্রিপুরা গিয়েছি। বহু বছরের যোগাযোগ। আজ যাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মিলে যাবে। দেড় বছর পর ত্রিপুরায় উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে।

 

প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী বাবার পেশেন্ট ছিলেন। পিজিতে এসেছেন বহুবার। বাড়িতে একবার। অপূর্ব বেতের জাহাজ দিয়েছিলেন। ঘটনাচক্রে আমাকেই (সঙ্গে সাক্ষর) একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়ে পার্টি থেকে বহিষ্কৃত হন। অনেক সম্ভাবনাপূর্ণ রাজ্য। বহু সম্পদ। অথচ কয়েক দশক যথাযথ উন্নয়ন হল না। এবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নতুন করে গড়ে উঠবে ত্রিপুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ত্রিপুরার মানুষ আসল বিপ্লব ঘটাবেন।

ত্রিপুরায় সমীক্ষা করতে যাওয়া আইপ্যাকের টিমকে ঘরবন্দি করে রাখার অভিযোগ করেছিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগে সরব তারা। ত্রিপুরা যাওয়ার আগে ফের সমস্ত ঘটনার নিন্দা করেন কুণাল ঘোষ। তিনি জানান, ত্রিপুরায় তৃণমূল সংগঠন বিস্তার করায় আতঙ্কে ভুগছে বিজেপি। সোমবারই আগরতলা সফরে গিয়েছিলেন অভিষেক। সেখানে নিজের গাড়িতে হামলা, যুবনেতাদের হেনস্থার ঘটনাকে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল।

 

সূত্রের খবর, স্থানীয়দের মন দখল করতে তৃণমূলের যুব নেতারা কাজে নেমে পড়েছেন। আর তাঁদেরকেই আরও উজ্জীবিত ও প্রয়োজনীয় টিপস দিতে ত্রিপুরা গেলেন কুণাল ঘোষ। আগামী দু’‌সপ্তাহ পরই ফের ত্রিপুরা যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগেই কিছুটা কাজ এগিয়ে রাখতেই তৎপর কুণালরা।