মোদীর ব্রিগেড সমাবেশের একদিন আগেই পদ্ম শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। রবিবার তাঁকে দেখা যেতে পারে ব্রিগেডেও। প্রার্থীও হতে পারে তিনি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। দিল্লিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘এই দিনের অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন ধরেই। আমি জনতার সেবা করতে চাই। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সকলকে ধন্যবাদ জানাই।’
দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেওয়া নিয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সবাইকে স্বাগত। আজ থেকে আরও অনেকে বিজেপিতে যোগ দেবেন। এদের মধ্যে বিধায়ক–সাংসদও রয়েছেন। বিরোধী দলের যাঁরা নিজের দলে নিজেদের সুরক্ষিত মনে করছেন না, সেকরম সব নেতাকে আহ্বান করছি আপনারা আসুন। রাজ্য পরিবর্তনর জন্য সবাই লড়াই করছে, হাত মেলান।’
দীনেশ মন্তব্য করেছেন, ‘রাজনীতিতে সর্বোপরি হল দেশ। কাজ করার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ এদিকে এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন, ‘উনি অকৃতজ্ঞ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে রেলমন্ত্রী করে পাঠিয়েছিলেন।’ কুণাল জানান, দীনেশের অভিধানে নীতি নেই, আদর্শ নেই, কৃতজ্ঞতাও নেই। তাঁর আসনে অর্জুন সিং টিকিট চেয়েছিলেন। তাঁকে না দিয়ে দিদি দীনেশকে টিকিট দিয়েছিলেন। ভোটে তিনি পরাজিত হন। তার পরও তাঁকে রাজ্যসভার সদস্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লোকটার মুখে নীতি আদর্শের কথা শুনবে তৃণমূল কংগ্রেস? তৃণমূলের দয়ায় যে মানুষটা লোকসভা, রাজ্যসভায় টিকিট পেয়েছিলেন তাঁর আর নীতি কী, আদর্শ কী, লজ্জাই বা কী!