তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসরণ করা হল কুণাল ঘোষকে। দলের নীতিবিরুদ্ধ কাজের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। প্রেস বিবৃতিতে লেখা হয়েছে, “সম্প্রতি শ্রী কুণাল ঘোষ কিছু মন্তব্য করেছেন, যা দলের মতামতের পরিপন্থী। তাই এটা স্পষ্ট করা খুব জরুরী যে, উনি (কুণাল ঘোষ) যা মন্তব্য করেছেন, তা একান্ত ভাবে তাঁর ব্যক্তিগত অভিমত। তার মন্তব্যের সঙ্গে দলের ভাবনার কোনও সম্পর্ক নেই।”
পাশাপাশি বিবৃতিতে বলা হয়েছে, “ইতিপূর্বে দলের মুখপাত্রের পদ থেকে কুণাল ঘোষকে অব্যহতি দেওয়া হয়েছিল। এখন তাঁকে দলের রাজ্য সংগঠনের সাধারণ সম্পাদকের পদ থেকেও অপসারিত করা হচ্ছে। আমরা সকল সংবাদমাধ্যমের কাছে অনুরোধ করছি যাতে তার মন্তব্যকে দলীয় মন্তব্য বলে প্রচার করা না হয়। নাহলে দলের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”