আন্তর্জাতিক

অবশেষে বরফ গলাতে মোদীকে ফোন ওলির

এবার ঠেলার নাম বাবাজি বুঝতে পেরেছে নেপাল। তাই ভারতের স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এদিন বিকেলে নয়াদিল্লিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে তা জানানো হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত। এই জয়ের জন্যও মোদীকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। আসলে নেপালে নিজের গদি টিকিয়ে রাখতেই এই কৌশল বলে মনে করা হচ্ছে।
ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে খবর, আজ নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করেছিলেন। ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সরকার এবং ভারতের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এমনকী অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ভারতের জয়ের জন্য। গত জুন মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় ভারত। ভোটাভুটিতে মোট ১৯২টির মধ্যে ১৮৪টি ভোট ভারতের পক্ষে পড়েছিল।
সূত্রের খবর, ফোনে দু’‌দেশের নেতার মধ্যে করোনা পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। মহামারীর প্রভাব যতটা সম্ভব কমিয়ে ফেলা যায়, সেই বিষয়ে সহমত হয়েছেন ভারত এবং নেপালের প্রধানমন্ত্রী। সেইসঙ্গে উত্তরের পড়শি দেশকে আগামী দিনেও সমস্ত ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। টেলিফোন করার জন্য নেপালের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মোদী। সেইসঙ্গে ভারত এবং নেপালের মধ্যে সভ্যতা ও সাংস্কৃতিক যোগের বিষয়টি তুলে ধরেন।
উল্লেখ্য, তিন ভারতীয় ভূখণ্ডকে নেপালের নয়া মানচিত্রে অন্তর্ভুক্ত করা থেকে রামের জন্মস্থান বিতর্ক— কেপি শর্মা অলির সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে দু’‌দেশের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব দূর করতে আগামী ১৭ আগস্ট দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে ভারত–নেপাল। দেশের মাটিতেই এখন কোণঠাসা ওলি। সেটা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার জন্যই। দেশে জিনিসপত্রের দাম আগুন হয়ে গিয়েছে। ভারত থেকে জিনিস যাওয়া বন্ধ হয়ে গিয়েছে। এখন উপায় দেখতে না পেয়ে সখ্যতা বাড়ানোর কৌশল।