অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যেকোনো ইস্যুতে স্রোতের বিপরীতে শক্ত শক্ত কথা বলেন। এবার মন্তব্য করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার বিষয় নিয়ে- এটা আত্মহত্যা নয়, চক্রান্ত করেই সুশান্তকে খুন করা হয়েছে। সুশান্ত যে বিগত ৬ মাস ধরে অবসাদে ভুগছিলেন এবং তার জন্য মুঠো মুঠো ওষুধ খাচ্ছিলেন, তা ইতোমধ্যে অনেকেই জেনেছেন। আর সেই অবসাদ থেকেই আত্মহননের সিদ্ধান্ত। কিন্তু সুশান্তের মতো একজন গুণী অভিনেতা তথা মেধাবী ছাত্র কোন পরিস্থিতিতে পড়ে নিজেকে শেষ করে ফেলার মতো একটা চরম সিদ্ধান্ত নিলেন? এই বিষয়ে কঙ্গনা রানাওয়াত প্রশ্ন তুলেছেন।
অভিনেত্রীর কথায়, বারবার সুশান্তের ওপর সৃষ্টি করা হচ্ছিল মানসিক চাপ। আপনি ওর শেষ পোস্টগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন, ও কীরকম অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল! বারবার যেন আর্তনাদ করে বলছিল, আমার সিনেমাগুলো দেখুন আপনারা প্লিজ! আমার কাজগুলো দেখুন।
কঙ্গনার কথায়, সুশান্তকে একটা ভয় গ্রাস করেছিল যে তাকে ইন্ডাস্ট্রিতে কেন কেউ আপন করে নিচ্ছে না! সুশান্ত যেন আর্তনাদ করে বলতে চাইছিল যে, আমার তো কোনো গডফাদার নেই! সিনেমা হিট না হলে আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়া হবে। প্লিজ আমার সিনেমা আপনারা দেখুন।
সুশান্ত ওর কাজ অনুসারে কোনোদিন যথাযথ স্বীকৃতি পাননি বলেও কঙ্গনা রানাওয়াত দাবি করেন । রণবীর সিং অভিনীত ‘গাল্লি বয়’কে একহাত নিতেও ছাড়েননি অভিনেত্রী। তার বক্তব্য, ‘গাল্লি বয়’র মতো একটা খারাপ ছবি এতগুলো পুরস্কার পেল, কিন্তু কেউ সুশান্তের কেদারনাথ কিংবা ছিঁছোড়ের মতো এত ভালো মানের সিনেমাগুলোর কথা বলছে না। সেগুলো পুরস্কারও পায়নি! ইন্ডাস্ট্রিতে নিজেকে কোণঠাসা মনে করছিল সুশান্ত।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই কঙ্গনার এই মতকে সমর্থন জানিয়েছেন।