রবিবার রাত্রি ১১ টার পরে হাওড়ার কোনা এক্সপ্রেসওয়েতে জানা গেটের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে খবর, নবান্নের দিক থেকে আসা একটি ট্রলার সাঁতরাগাছি অভিমুখে অত্যন্ত গতিতে আসছিল। গাড়ির গতি অত্যাধিক হওয়ার কারণে জানা গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি হনুমান মন্দিরে সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই ট্রলারের চালকের মৃত্যু হয়। চূড়ান্ত ক্ষতিগ্রস্থ হয় মন্দিরটি। ট্রলারের খালাসির খোঁজ পাওয়া না গেলেও অনুমান করা হচ্ছে ঘাতক ট্রলারের মধ্যেই হয়তো চাপা পড়ে সে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা। খবর দেওয়া হয় স্থানীয় থানাতে।
পুলিশ অধিকারিকদের সহায়তায় একটি ক্রেনের ব্যবস্থা করে ওই ট্রলারটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। দুর্ঘটনার কারণে সাঁতরাগাছি অভিমুখে কোনা এক্সপ্রেসওয়েতে তীব্র যানজটেরও সৃষ্টি হয়। কর্তব্যরত ট্রাফিক আধিকারিকরা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব ট্রলারটিকে ওই স্থান থেকে সরিয়ে ওই রাস্তার যান চলাচল স্বাভাবিক করার জন্য। এরপর দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।