একটানা বৃষ্টিতে ফের জলমগ্ন কলকাতার একাধিক এলাকা। পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের নিম্নচাপের কারণেই এই বৃষ্টি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সোমবার অবিরাম বর্ষণের পরেও মঙ্গলবারও অবস্থার কোন উন্নতি হয়নি। বুধবার পর্যন্ত এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
অবিরাম বৃষ্টিতে কার্যত জলমগ্ন কলকাতার বেশ কিছু জায়গা। শুধু কলকাতা নয়, আশপাশের শহরতলিও জলমগ্ন। বৃষ্টির কারণে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে খবর।
নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে দীঘার সমুদ্র। মাঝেমধ্যেই জলোচ্ছাস দেখা যাচ্ছে। দীঘা, মন্দারমণি, তাজপুর, শংকরপুরে হলুদ সতর্কতা জারি রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
পুজোয় ছুটি কাটাতে যে সমস্ত পর্যটক সৈকতে গিয়েছেন তাঁদের বারংবার সতর্ক করা হচ্ছে। এমনকি সৈকতে মাইকিং করা হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। জলপাইগুড়ি ও কোচবিহারের কিছু এলাকায় জারি রয়েছে কমলা সতর্কতা।
![]() | ReplyForward |