ব্রেকিং নিউজ রাজ্য

Kolkata: চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে চাঁদনি চকের এলআইসি বিল্ডিংয়ে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতি হলেও এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ চাঁদনী চকের ওই এলআইসি বিল্ডিং এ ভয়াবহ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই দ্রুত আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। কেননা ওই এলআইসি বিল্ডিংয়ের পাশেই আরও বিভিন্ন অফিস রয়েছে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকল কর্মীরা দমকলের ৪টি ইঞ্জিন সহযোগে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করেন।

দমকল কর্মীদের প্রায় কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল। যদিও এদিন ঠিক কী কারণে এই আগুন লেগেছে,তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, এসি থেকেই আগুন লেগেছে। ওই বহুতলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল কিনা,তাও খতিয়ে দেখা হচ্ছে।