গতবছর করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে মিলেছিল কলকাতা পুলিশের ই–পাস। রবিবার থেকে ফের জারি হতে চলেছে নির্দেশিকা। কারণ কার্যত ১৫ দিনের লকডাউনে গিয়েছে রাজ্য। শুধুমাত্র জরুরি পরিষেবা ও অনলাইন সার্ভিসের ক্ষেত্রেই মিলবে এই পাস। আবেদন করার পদ্ধতি আগেরবারের মতোই রাখা হয়েছে। যারা জরুরি পরিষেবা ও অনলাইন সার্ভিসের সঙ্গে যুক্ত তাদেরই মিলবে এই ই–পাস।
কলকাতা পুলিশের ওয়েবসাইট—https://coronapass.kolkatapolice.org এই ওয়েবসাইটে গিয়ে তথ্য দিলেই মিলবে ই–পাস। এই বছর একইভাবে মিলবে কলকাতা পুলিশের ই–পাস। পেশায় একজন মেডিসিন ব্যবসায়ী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই বছরও পাস মিললে অনেকটাই সুবিধা হবে জরুরি পরিষেবা ও অনলাইন পরিষেবার সঙ্গে মানুষদের।
সরকারি নির্দেশকার পরে লালবাজার ই–পাস সংক্রান্ত সমস্ত তথ্য ট্যুইট করে জানান কলকাতা পুলিশ ও যুগ্ম কমিশনার ক্রাইম মুরলিধর শর্মা। যদিও এই পাস শুধুমাত্র বৈধ কলকাতা পুলিশ এলাকায়। এই বছরের পাসে অনেকটাই সুবিধা হবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের। যদিও প্রাইভেট ও কমার্শিয়াল নম্বর প্লেটেও থাকছে কড়াকড়ি। সেখানেও গাড়ির চালককে কলকাতা পুলিশের দেওয়া ই–পাস দেওয়া হবে। এই পাস ৩০ মে পর্যন্ত বৈধ থাকবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
