কলকাতা পুলিশে মোট ৩৩০ জন সাব–ইনসপেক্টর ও সার্জেন্ট নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। তার মধ্যে মহিলা সাব-ইনসপেক্টর নিয়োগ করা হবে ২৭ জন। সাব-ইনসপেক্টর ও সার্জেন্টের সংখ্যা যথাক্রমে ১৮১ ও ১২২ জন। স্নাতক স্তরের যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। সাধারণ শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। তফসিলি জাতি ও উপজাতিরা ৫ বছর, ওবিসি-রা ৩ বছর বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
অনলাইন ও অফলাইনে আবেদন করার জন্য শেষ সময়সীমা ধার্য করা হয়েছে ১৯ আগস্ট। অফলাইনে আবেদন করতে চাইলে আবেদনপত্রটি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অফলাইনে আবেদনপত্র জমা দিলে পরীক্ষার ফি ডাক বিভাগের ই–পেমেন্ট বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে চালানের মাধ্যমে জমা দিতে হবে। বোর্ডের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করলে ই-পেমেন্টের মাধ্যমে ফি মেটাতে হবে। পরীক্ষার ফি ও প্রসেসিং চার্জ বাবদ ২৭০ টাকা দিতে হবে। তফসিলি জাতি ও উপজাতি প্রার্থীদের অবশ্য পরীক্ষার ফি দিতে হবে না। শুধু প্রসেসিং ফি বাবদ ২০ টাকা দিলেই হবে।
২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষায় মাল্টিপল চয়েসের (এমসিকিউ) প্রশ্ন থাকবে। জেনারেল স্টাডিজের উপর ১০০ নম্বরের, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিংয়ের উপর ৫০ নম্বরের ও গণিতের উপর ৫০ নম্বরের এই পরীক্ষাটি হবে। প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর শারীরিক মাপজোক ও শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এতে সফল প্রার্থীরা চূড়ান্ত লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। ওই পরীক্ষায় ২০০ নম্বর থাকবে।
ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আগামী ৩১ জুলাই পর্যন্ত তাদের লিখিত পরীক্ষাগুলি স্থগিত রাখা হচ্ছে। রাজ্য সরকার করোনা সংক্রান্ত বিধিনিষেধের সময়সীমা বৃদ্ধি করার জন্য এটা করা হল বলে জানা হয়েছে। তবে আপাতত পিএসসি-র কাছে খুব বেশি কোনও বড় ধরনের লিখিত পরীক্ষা নেই। বড় পরীক্ষাগুলির মধ্যে গত বছরের ডব্লুবিসিএস মেইন ও এই বছরের ডব্লুবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের নির্ধারিত সময় পার হয়ে গিয়েছে।