ব্রেকিং নিউজ রাজ্য

ডেঙ্গু আক্রান্ত কলকাতার নগরপাল বিনীত গোয়েল

ডেঙ্গু আক্রান্ত হলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল।

সূত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বিনীত গোয়েল। তাঁর উপসর্গও ডেঙ্গুর মতই ছিল। এরপরই রক্ত পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। সেই অনুযায়ী রক্ত পরীক্ষা করান নগরপাল। রিপোর্ট হাতে আসার পরই জানা যায় ডেঙ্গু আক্রান্ত বিনীত গোয়েল। এরপরই বুধবার সকালেই তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। কলকাতা পুলিশের নগরপালের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও কর্মীদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। আপৎকালীন বিভাগ যেমন নিকাশি, কঠিন ও বর্জ্যি, এইসব দপ্তরও খোলা থাকছে। তর্পণের জন্য্ পুর কর্মীদের অফিস টাইমে ছাড় দেওয়া হয়েছে। সকাল ১০টার বদলে ১১.৩০ মিনিটে কর্মীরা প্রবেশ করতে পারবেন।

২০১৯ সালে দাপট দেখিয়েছিল ডেঙ্গু টু। এবার রাজ্যজুড়ে ডেঙ্গু থ্রি ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। তার প্রভাবে বাড়ছে প্রাণহানিও। ইতিমধ্যে সাতজনের মৃত্যু হয়েছে। তাই জ্বর, বমি, মাথা ঘোরার মতো উপসর্গ দেখলেই রক্ত পরীক্ষার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। প্রয়োজনে হাসপাতালে ভর্তি হওয়ার কথাও বলছেন বিশেষজ্ঞরা। হাওড়া, বালি, শ্রীরামপুর, দক্ষিণ দমদম, কামারহাটি, বিধাননগরে হু হু করে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা।