কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

RG Kar হাসপাতালে হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে পথে নামেন মেয়েরা। এদিন রাতেই মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড RG Kar মেডিক্যাল কলেজে। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা। RG Kar হাসপাতালে পুলিশি ব্যারিকেড ভাঙে কয়েক হাজার দুষ্কৃতী। এবার এই হামলার ঘটনায় ৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ।

১৪ আগষ্টের রাতে হামলার ঘটনার পরই বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করে হামলাকারীদের চিহ্নিত করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাওয়া হয়েছিল। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে কোনও খবর ছিল না। তারপরই এল গ্রেফতারির খবর। তবে, সরকারি ভাবে এই বিষয়ে কিছু জানায়নি কলকাতা পুলিশ।

উল্লেখ্য, বুধবার রাতে RG Kar হাসপাতালের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে দ্বিতীয় তল, এমার্জেন্সি ওয়ার্ড, নার্সিং স্টেশন পর্যন্ত ভাঙচুর চালায় হামলাকারীরা। তারপর চলে অবাধে ভাঙচুর। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আহত হন একাধিক পুলিশ কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন ডিসি নর্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও।

তবে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, পুলিশ নিজেদের বাঁচাতেই হাসপাতালের ভিতরে কোথাও কোথাও লুকিয়ে পড়ে। সেসময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গিয়ে রোগীর পরিবারদের, মহিলা কর্মীদেরও মারধর করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আরজিকরের জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।