ব্রেকিং নিউজ রাজ্য

অ্যাডিনোভাইরাস নিয়ে বিশেষ নির্দেশিকা কলকাতা পুরসভার

অ্যাডিনোভাইরাস নিয়ে বিশেষ বৈঠক কলকাতা পুরসভায়। পরিস্থিতি মোকাবেলায় রাজ্য স্বাস্থ্য দফতরের কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের নেতৃত্বে বৈঠক হয়। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলির উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, কলকাতায় বাড়িতে বাড়িতে বাচ্চাদের জ্বর কেমন রয়েছে তা ক্ষতিয়ে দেখতে স্বাস্থ্য কর্মীদের বিশেষ নজর দিতে বলা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবেন কলকাতা পুরসভার স্বাস্থ্য কর্মীরা। কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্র রয়েছে এবং সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে সব-কটিতেই অ্যাডিনো ভাইরাস নিয়ে বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে কলকাতার বেশিরভাগ হাসপাতালে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি আছেন শিশুরা। বিশেষ করে দুবছর থেকে পাঁচ বছর বয়সি শিশুদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত বেশি হয়েছে।

শিশুরোগ বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার দুই থেকে সাত দিনের মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা যায়। বায়ুবাহিত এই ভাইরাস চোখ, অন্ত্র, মুত্রনালী ও শ্বাসনালীর ক্ষতি করে। উপসর্গগুলি হল জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও মুত্রের সমস্যা। ফলে শিশুদের জ্বর ও সর্দি-কাশি হলেই আর দেরি না করে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া উচিৎ। জ্বর-সর্দি-কাশি নিয়ে ভর্তি থাকা শিশুরোগীদের মধ্যে শতকরা ৯০ জনেরই শ্বাসযন্ত্রে সংক্রমণ দেখা যাচ্ছে। যাদের অধিকাংশই ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত। ফলে ভেন্টিলেশনে রাখতে হচ্ছে শিশুদের।