আজ থেকে কলকাতা পুর এলাকায় শুরু হল কলেজ পড়ুয়াদের টিকাকরণ কর্মসূচি। পুজোর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার উদ্যোগ হিসাবেই এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে। কলকাতা পুরসভার পক্ষ থেকে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
কলকাতা পুরসভার পক্ষ থেকে টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে পুরসভার ভ্যাকসিনেশন ক্লিনিক কিংবা সেন্টারগুলিতে । এমনকী বাছাই করা বেশ কয়েকটি কলেজেও টিকাকরণ শিবির হয়েছে।
কলকাতা পুরসভা সূত্রে খবর, আজ ৩০ সেপ্টেম্বর, ৪ অক্টোবর, ৭ অক্টোবর পুরসভার ক্লিনিকে এই টিকাকরণ কর্মসূচি চলবে। টিকা নেওয়ার জন্য পড়ুয়াদের অবশ্যই সঙ্গে রাখতে হবে কলেজের পরিচয়পত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথি। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও পড়ুয়া, রিসার্চ স্কলারদের টিকা দেওয়া হবে। যাদবপুর কলেজ ক্যাম্পাসেই এই টিকাকরণ কর্মসূচি চলবে।
কলকাতা পুরসভা সূত্রে জানান হয়েছে, সুরেন্দ্রনাথ কলেজে একটি টিম থাকছে। মৌলানা আজাদ কলেজের পড়ুয়ারা টিকা নিতে পারবেন কলিন্স লেনে পুরসভার টিকাকরণ শিবির থেকে। শিবনাথ শাস্ত্রী কলেজের পড়ুয়ারা টিকা পাবেন গোলপার্কের কাছে পুরসভার শিবিরে। গোয়েঙ্কা কলেজ, মহারাজা মণীন্দ্র চন্দ্র কলেজ, মহারাণী কাশীশ্বরী কলেজও ব্যবস্থা রাখা হচ্ছে।