করোনার জেরে আপাতত শিকেয় কলকাতা–সহ একাধিক পুরসভার ভোট। আগামী ১৫ এপ্রিলের আগে কবে ভোট করা সম্ভব তা নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়ে দিয়েছে কমিশন। সেক্ষেত্রে সময় উত্তীর্ণ হয়ে যাওয়া কলকাতা পুরসভার জন্য কি শেষপর্যন্ত অর্ডিন্যান্স জারি করবে রাজ্য সরকার? যদিও এই প্রশ্নের কোনও সদুত্তর পাওয়া যায়নি।
নিয়ম অনুযায়ী কলকাতা পুরসভার ক্ষেত্রে প্রশাসক বসবে না। একমাত্র উপায় সেই আইন বদল। অথচ এই মুহূর্তে যা পরিস্থিতি সেখানে বিধানসভাও খুলছে না। রাজ্যপালের সহায়তায় অর্ডিন্যান্স আনা যেতে পারে। আর সেখানেই দানা বেঁধেছে বিতর্ক। ফলে গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বিগত কয়েক মাসে যেভাবে রাজ্যপাল–রাজ্য সরকারের মধ্যে বিরোধের বাতাবরণ তৈরি হয়েছে, সেখানে তিনি যদি অর্ডিন্যান্সে সই না করেন তাহলে আরও বড় সমস্যা হবে। তবে বিশ্ব জুড়ে করোনার মোকাবিলায় যেভাবে সকলে এগিয়ে এসেছেন, সেখানে নাগরিকদের স্বার্থে রাজ্যপাল এগিয়ে আসবেন বলে মনে করছে শাসকদল। যদিও ৮ মে–র মধ্যেই এই সিদ্ধান্ত নিতে হবে।