রাজ্য

আনলক ফোরে পাতাল প্রবেশ

রবিবার শুধুমাত্র নিট পরীক্ষার্থীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়েছিল কলকাতায়। সোমবার সকাল ৮টা থেকে সর্বসাধারণের জন্য চালু হয়ে গেল পরিষেবা। দীর্ঘ ৬ মাস পর আজ থেকে নিও নর্মাল পরিস্থিতিতে ফের শুরু হল মেট্রো পরিষেবা। অনেকেই তাতে মনে করছেন করোনা সংক্রমণ এবার পাতালে প্রবেশ করতে পারে।
অসম্ভব কড়াকড়ির মধ্যে দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের। রবিবার রাত ৮টা পর থেকে অনলাইনে ই–পাসের আবেদন করা শুরু হয়। করোনা সংক্রমণ রুখতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ই–পাস এবং স্মার্ট কার্ড ছাড়া এবার থেকে মেট্রো যাতায়াত করা সম্ভব নয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে রাতের শেষ ট্রেন শেষ স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যে ৭টায়। আজ দমদম এবং কবি সুভাষ থেকে চালু হয় মেট্রো। ১৭৬ দিন পর চালু হওয়া এই পরিষেবায় প্রথম ট্রেনে অবশ্য যাত্রীর সংখ্যা নিতান্তই হাতে গোনা।
মেট্রো সূত্রে খবর, ই–পাসের মাধ্যমে এখন যাত্রীরা যাতায়াত করবেন। সেটা মেট্রোর ওয়েবসাইট এবং পথদিশা অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সবাই। প্রতিটি স্টেশনের গায়ে কিউ আর কোডের পোস্টার থাকবে। তা মোবাইলে স্ক্যান করেও ই–পাসের আবেদন করা যাবে। প্রতিটি স্টেশনে যৌথভাবে থাকছে রেল ও রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ স্টেশনে ঢোকার মুখে ই–পাস পরীক্ষা করছে।
এখন থেকে রোজ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দমদম থেকে কবি সুভাষের মধ্যে মোট ১১০টি ট্রেন চলবে। তার মধ্যে ১০৪টি ট্রেন নোয়াপাড়া যাবে অথবা সেখান থেকে ছাড়বে। সকালের দিকে ৮টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর, ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ মিনিট অন্তর, সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ১৫ মিনিট অন্তর এবং সাড়ে ৪টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে।