Metro service was supposed to start on July 1, but it was later changed. Efforts are already underway to launch the service from July 3. Various departments have been asked to know what is required to launch the metro. Metro authorities have instructed to submit their report by July 3 after monitoring all aspects.
রাজ্য

৩ জুলাই থেকে মেট্রো রেল চালুর প্রস্তাব

কবে থেকে চালু হবে কলকাতা মেট্রো? এই প্রশ্ন এখন সাধারণ মানুষের। কারণ বেসরকারি বাস সেভাবে পথে নেই। সেখানে মেট্রো চালু হলে তবুও খানিকটা নিস্তার পাওয়া যাবে। নাকাল হতে হবে কম নিত্যযাত্রীদের। সূত্রের খবর, ৩ জুলাই থেকেই চালু হতে পারে মেট্রো পরিষেবা। সমস্ত দিক খতিয়ে দেখতে সোমবার সকাল ১১টায় নবান্নে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত থাকবেন পরিবহন সচিব প্রভাত মিশ্র এবং মেট্রো রেলের আধিকারিকরা।
করোনাভাইরাস থেকে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংক্রমণের সম্ভাবনা যতটা সম্ভব কমানোর ক্ষেত্রে মেট্রোর থেকে রাজ্য সরকার কী কী পদক্ষেপ চাইছে, সে সব নিয়ে আজ বৈঠক নবান্নে। কলকাতা মেট্রোর পক্ষ থেকে এই বৈঠকে থাকার কথা সংস্থার জেনারেল ম্যানেজার মনোজ যোশি ও চিফ অপারেটিং ম্যানেজার সাত্যকি নাথের। নবান্ন সূত্রে খবর, শুরুতে ১ জুলাই মেট্রো পরিষেবা শুরুর কথা ভাবা হলেও পরে তা পরিবর্তন করা হয়েছে। আগামী ৩ জুলাই থেকে পরিষেবা চালু করতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করা হয়েছে। মেট্রো চালু করার জন্য কী কী প্রয়োজন তা জানতে চাওয়া হয়েছে বিভিন্ন বিভাগের কাছে। সমস্ত দিক পর্যবেক্ষণ করে আগামী ৩ জুলাইয়ের মধ্যে তাদের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
এই বৈঠক নিয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, ‘প্রযুক্তিগতভাবে আমরা পুরোপুরি তৈরি। কিন্তু ভূগর্ভে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং ভিড় নিয়ন্ত্রণ করা সত্যিই বড় চ্যালেঞ্জ। বৈঠকে বোঝা যাবে রাজ্য সরকার কেমন ব্যবস্থা চাইছে।’‌ নবান্ন সূত্রে খবর, এই পরিস্থিতিতে মেট্রো চালু করতে গেলে একাধিক নিয়মবিধি মানতে হবে। ইতিমধ্যে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থার কথা বলা হয়েছে। তবে এতকিছু মানতে যে পরিকাঠামো দরকার তা আদৌ ব্যবস্থা করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
আজ নবান্নের বৈঠকে মেট্রোর আধিকারিকরা তাঁদের অনুকূলে এবং প্রতিকূলে থাকা বিষয়গুলি প্রশাসনের কাছে স্পষ্ট করে দেবেন। প্রস্তাব অনুযায়ী, প্রতি গেটে আরপিএফ রাখতে গেলে একটি মেট্রোতে ৩২ জন আরপিএফ রাখতে হবে। আদৌ তা সম্ভব কিনা দেখা হবে। প্রত্যেকটি ট্রেন জীবাণুমুক্ত করতে হবে। মক ড্রিল করতে হবে। এগুলো করতে সময় লাগবে। কাজেই ৩ তারিখের আগে আপাতত মেট্রো পরিষেবা চালুর সম্ভাবনা নেই।