রাজ্য

সোমবার থেকে বাড়ছে মেট্রো সংখ্যা

শুরু হয়ে গিয়েছে আনলক ফাইভ। আর তাতে গা ভাসিয়ে আগামী সোমবার থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা। সামনেই দুর্গাপুজো। তাই কেনাকাটা শুরু হয়ে গিয়েছে বড় বড় বাজারে। তাই আয় বাড়াতে করোনাকে পাশে সরিয়ে রেখে বাড়ছে মেট্রো পরিষেবা। এমনকী বাড়ছে শেষ মেট্রোর অন্তিম স্টেশন ছাড়ার সময়ও।
ইতিমধ্যেই নিউ নর্ম্যালে গত ১৪ সেপ্টেম্বর চালু হয়েছে কলকাতা মেট্রো। সমস্ত বিধিনিষেধ মেনে চলছে ট্রেন। সংক্রমণ এড়ানোর জন্য যথেষ্ট কড়াকড়ি হচ্ছে। তবে তার পরও বাড়ছে করোনা সংক্রমণ। কিন্তু ট্রেন চলছে ভালভাবেই। এতদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দুই প্রান্ত থেকে ছাড়ত শেষ মেট্রো। এবার তা বাড়িয়ে দেওয়া হচ্ছে।
মেট্রো সূত্রে খবর, এবার থেকে দমদম এবং কবি সুভাষ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়। নোয়াপাড়া থেকে শেষ মেট্রো সন্ধ্যে ৭টা ৫৩ মিনিটে ছাড়বে। বাড়ছে ট্রেনের সংখ্যাও। মোট ১২২টি ট্রেন চলবে সারাদিনে। পরিষেবা পাওয়া যাবে সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।
দৈনিক প্রায় ৬০ হাজারের কাছাকাছি যাত্রী চলাচল করছে মেট্রোয়। যাত্রীদের এই স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে তাই মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। আপাতত রবিবার বন্ধ থাকত মেট্রো চলাচল। তবে আগামী রবিবার, ৪ অক্টোবর থেকে রবিবারও মেট্রো চলবে খবর।