কলকাতা ব্রেকিং নিউজ রাজ্য

kolkata Metro : এক দিনে এক কোটি! যাত্রী ভাড়া থেকে রেকর্ড আয় কলকাতা মেট্রোর!

কলকাতা মেট্রো রেলের জন্য সুখবর। যাত্রী পরিবহণ থেকে আয়ে আরেকটি মাইলস্টোন ছুঁয়ে ফেলল কলকাতা মেট্রো। মেট্রোর যাত্রী ভাড়া থেকে আয় এক দিনে এক কোটি টাকার বেশি আয় করল রেল।

জানা গেছে, গত শনিবার ব্লু লাইন, গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ সহ মেট্রোর তিনটি রুটে মোট প্রায় ৬.৭৫ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। এর মধ্যে ব্লু লাইনে সর্বাধিক প্রায় ৫.৭৫ লক্ষ যাত্রী পরিবহন করা হয়েছে। গ্রিন লাইন-১ এবং গ্রিন লাইন-২ এ প্রায় ৫০ হাজার করে যাত্রী যাতায়াত করেছেন। রবিবার মেট্রো রেল কর্তৃপক্ষ এক বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছে।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, “বিপুল সংখ্যক যাত্রী পরিবহনের মাধ্যমে কলকাতা মেট্রোর যাত্রী ভাড়া আয় ওইদিন ১.০১ কোটি টাকা অতিক্রম করেছে। উল্লেখ্য, শনিবার হওয়ায় ওইদিন কমার্শিয়াল পরিষেবা অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে বন্ধ ছিল।”