রাজ্য

মেট্রো চালু হয়নি, হচ্ছে অ্যাপ

করোনার জেরে মেট্রো চলাচল এখন বন্ধ। কবে চালু হবে তা কেউ জানেন না। তবে চালু হলে যাতে মানুষের উপকার হয় তার জন্য একটি অ্যাপ নিয়ে এল মেট্রো রেল কর্তৃপক্ষ। উদাহরণ হিসাবে বলা হচ্ছে, উত্তর কলকাতা নামী রেস্তোরাঁয় যাওয়ার ইচ্ছা রয়েছে। কলকাতা মেট্রোর কোন স্টেশনে নামলে সুবিধা হয় বুঝতে পারছেন না? না ঘাবড়ে একবার অ্যাপটা দেখেই নিন না। যাত্রীদের সুবিধার জন্য এমনই বহুমুখী একটি অ্যাপ তৈরি করেছে কলকাতা মেট্রো।
মেট্রো রেলের আধিকারিকরা বলছেন, আর কয়েকদিনের মধ্যেই ওই অ্যাপ পাওয়া যাবে গুগল প্লে স্টোরে। বাইরের কোনও সংস্থা নয়, এই অ্যাপ তৈরি করেছেন মেট্রোর সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই। অনলাইনে স্মার্টকার্ড রিচার্জ করার পাশাপাশি আরও নানা ধরনের সুবিধাই মিলবে ওই অ্যাপের শরণাপন্ন হলে। ট্রেন নির্দিষ্ট কোনও স্টেশনে পৌঁছতে কত দেরি, কোনও স্টেশন থেকে বেরিয়ে বিশেষ কোনও জায়গায় যেতে হলে কোন রাস্তা ধরতে হবে, সবই থাকবে এই অ্যাপে।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় মেট্রোরেল পরিষেবা বিচ্ছিন্নভাবে চালু থাকলে কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত ট্রেন চলছে— তারও পুরো তথ্য দেবে ওই অ্যাপ। আসলে পাতালপথে অনেক সময়ই দুর্ঘটনা ঘটে থাকে। মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তখন এই অ্যাপটিই করবে মুশকিল আসান। এছাড়া জানা যাবে যে কোনও দুই স্টেশনের মধ্যের ভাড়ার পরিমাণও। পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে মেট্রো রেলের জন্য কোথায় কোন টেন্ডার ডাকা হয়েছে, তার হদিসও পাওয়া যাবে এই অ্যাপ থেকে।
উল্লেখ্য, করোনার কারণে মার্চ থেকেই বন্ধ মেট্রো পরিষেবা। করোনা পরবর্তী পরিস্থিতিতে পরিষেবা কেমন হবে, তাও এখনও নিশ্চিত করে জানাতে পারেনি কেউই। কিন্তু যখনই চালু হবে তখন সামাজিক দুরত্ব বা চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবে মেট্রো। সেই কথা মাথায় রেখেই আগেভাগেই অ্যাপ তৈরি করল মেট্রো কর্তৃপক্ষ।