রবিবার নন-এসি মেট্রো রেককে পাকাপাকিভাবে বিদায় জানাল কলকাতা মেট্রোরেল। তাও আবার কলকাতা মেট্রোর ৩৮তম জন্মদিনেই। যদিও আগেই নন-এসি মেট্রোর দৌঁড় বন্ধ হয়ে গিয়েছিল, রবিবার হল আনুষ্ঠানিক বিদায় পর্ব। ১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড থেকে প্রথম যাত্রী নিয়ে ছোটা শুরু হয়েছিল দেশের প্রথম মেট্রো রেলের। তার পর কেটে গিয়েছে বহু যুগ। অনেক ঝড় ঝাপটা সহ্য করে এগিয়ে গিয়েছে মেট্রোর পথ চলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে অনেক পরিবর্তন করেছে কলকাতা মেট্রো। উত্তরে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত সম্প্রসারিত হয়েছে মেট্রো। পাশাপাশি চালু হয়েছে ইষ্ট-ওয়েস্ট মেট্রোর একটি শাখা।
এবার নন-এসি মেট্রো রেকগুলি পুরোপুরি বসিয়ে দেওয়া হল রবিবার থেকেই। ফলে সুড়ঙ্গের ভিতর নন এসি মেট্রোর সেই ভয়ানক গর্জন, ভেতরের সেই স্যাঁতস্যাঁতে আবহাওয়া আর কখনও সহ্য করতে হবে না যাত্রীদের। আজ থেকেই ননএসি মেট্রোর দরজা আর খুলবে না বলে জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। ২০১০ সালের ৭ অক্টোবর মেট্রোয় প্রথম আসে বাতানুকূল কামরা। এরপর থেকে সংখ্যা বাড়তে বাড়তে বর্তমানে ২৮টি রেক এসে গিয়েছে। ফলে আর নন-এসি রেকের প্রয়োজন পড়বে না বলেই জানালেন কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। রবিবার মেট্রোর জন্মদিনে একটি প্রদর্শনীরও আয়োজন করে মেট্রো কর্তৃপক্ষ। নন এসি কামরাতে হয় সেই প্রদর্শনী। সেখানে মেট্রোর ইতিহাস, বর্তমান ও ভবিষ্যতকে মেলে ধরা হয়েছে।