পুজো আসতেও হাতে আর মাত্র কয়েকটা দিন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব। বছরভরের যা কিছু মলিন, চারটে দিন সে সমস্ত সরিয়ে, সকলেই চায় একটু প্রাণ ভরে বাঁচতে। যতই নিয়মের বিধি নিষেধ থাকুক না কেন, এই চারটে দিন মানুষ যে পথে নামবেই, তা ভালই জানে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সে সংখ্যায় ঊনিশ-বিশ হতে পারে। উৎসবপ্রিয় বাঙালির কথা মাথায় রেখে পুজোয় একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। গাড়ির সংখ্যা তো বাড়ছেই।
আগামী ৪ অক্টোবর সোমবার থেকে কর্মব্যস্ত পাঁচদিন (সোমবার থেকে শুক্রবার) আরও ১০টি অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কবি সুভাষ এবং দক্ষিণেশ্বরের মধ্যে চলবে ৮৩টি আপ এবং ৮৪টি ডাউন ট্রেন। দিনের ব্যস্ততম সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চলবে সোমবার থেকে।
রোজ সকাল ১০টা থেকে ১১টা, বিকেলে ৪টা থেকে ৫টা, সন্ধ্যা ৬টা থেকে ৭টা আপে পাঁচ মিনিটের ব্যবধানে মেট্রো পাওয়া যাবে। অন্যদিকে সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে ১২টা, বিকেল ৫টা থেকে ৬টা এবং সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ডাউনে প্রতি পাঁচ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। দক্ষিণেশ্বর, দমদম এবং কবি সুভাষ থেকে আগের মতোই দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়বে। দক্ষিণেশ্বর থেকে শেষ ট্রেন ৯টা ১৮ মিনিটে এবং দমদম ও কবি সুভাষ থেকে সাড়ে ৯টায় দিনের শেষ মেট্রো পাওয়া যাবে।
তবে পুজোর সময় এই নিয়মে কিছুটা শিথিলতা থাকবে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশি জানান, বর্তমানে রাত সাড়ে ন’টায় দুই প্রান্ত থেকে শেষ মেট্রো ছাড়লেও পুজোর সময় সেই সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রয়োজন মতো মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এ বছর পুজোয় সারারাত মেট্রো চালানোর কোনও পরিকল্পনা এখনও নেই বলেই তিনি জানান। মনোজ জোশির কথায়, “রাজ্য সরকার এবং কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা আসবে সেই মতো আমরা কাজ করব।”