ব্রেকিং নিউজ রাজ্য

দেশের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা: সমীক্ষা

দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহর কলকাতা, এমনটাই উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সমীক্ষায়।

রিপোর্ট বলছে, কয়েকটি অপরাধের ঘটনা সামনে এলেও ২০২১ সালে ভারতের সবচেয়ে নিরাপদ শহর ছিল কলকাতা। এবার এনসিআরবি-এর পরিসংখ্যান বলছে, দেশে সবথেকে কম ধর্ষণের ঘটনা ঘটেছে কলকাতাতেই। বিশেষ ও স্থানীয় আইনের ক্ষেত্রেও কলকাতায় অপরাধের হার অনেকটাই কম। এই সাফল্যের জন্য কলকাতা পুলিশের কর্মী ও আধিকারিকদের অভিনন্দন জানিয়েছেন নগরপাল বিনীত গোয়েল। তাঁর কঠোর পরিশ্রমের ফসল হিসেবেই কলকাতা নিরাপদ শহর হিসেবে চিহ্নিত হয়েছে বলেই মত পুলিশ কমিশনারের।

২০১৮, ২০২০ এবং ২০২১, এই তিন বছরই দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেয়েছে কলকাতা। জানা গেছে, ২০২১ সালে কলকাতায় ১১টি ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। সেখানে রাজধানী দিল্লিতে সংখ্যাটা ছিল ১২২৬।

এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে কলকাতায় ধর্ষণের অভিযোগ ছিল মোট ১৪টি। ২০২০ সালে ধর্ষণের অভিযোগের সংখ্যা ছিল ১১টি। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী, গত বছর দেশে মোট ৩১ হাজার ৬৭৭টি ধর্ষণের মামলা সামনে এসেছে।

সম্প্রতি ২০২১ সালের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী, প্রতি লাখ জনসংখ্যা অনুযায়ী গুরুতর অপরাধের দিক থেকে কলকাতার হার মাত্র ৯২.৬ শতাংশ। দিল্লিতে অপরাধের হার ১৭৭১.৭ শতাংশ। কলকাতা যা প্রায় ১৯ গুণের বেশি। গুজরাতের আমেদাবাদে গুরুতর অপরাধের হার ৩৮৮.৩ শতাংশ। মুম্বইয়ে ৩৪৫.৯ শতাংশ। চেন্নাইয়ে গুরুতর অপরাধের হার ৫২৯.৯ শতাংশ।