ব্রেকিং নিউজ রাজ্য

বড়দিনের রোশনাইয়ে সেজেছে কলকাতা

বর্ষশেষের উৎসব, বড়দিনের আনন্দে দিনকয়েক ধরেই ভিড় বাড়ছে পার্ক স্ট্রিট, ময়দান, ভিক্টোরিয়া সংলগ্ন এলাকায়। জমজমাট গোটা এলাকা। সন্ধ্যায় ফুটপাতের ভিড় নেমে আসে রাস্তায়। দুপুর থেকে পার্ক স্ট্রিটের একাধিক রেস্তরাঁয় ভিড়। সন্ধ্যায় সেগুলির সামনে লম্বা লাইন।

কলকাতা সেজে উঠেছে বড়দিনের রোশনাইয়ে। মানুষের ভিড়ে গমগম করছে গোটা পার্ক স্টিট। নিউ মার্কেটে পড়েছে কেক কেনার লম্বা লাইন। বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামাল দিতে প্রস্তুত কলকাতা পুলিশ। জোরদার করা হয়েছে তিলোত্তমার নিরাপত্তা। ভিড়ের মধ্যে পার্ক স্ট্রিটে ইভটিজিং ও শ্লীলতাহানি এড়াতে পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার মোতায়েন রাখা হয়েছে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। এই বিষয়ে চিন্তা করেই পুলিশের এই বিশেষ মহিলা টিম তৈরি করা হয়েছে।

পুলিশ সূত্রের খবর, বড়দিনকে কেন্দ্র করে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কয়েকদিন ধরেই পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় তিন হাজার পুলিশকর্মী মোতায়েন রয়েছে। সাদা পোশাকের পুলিশকর্মীর পাশাপাশি থাকবেন প্রচুর মহিলা পুলিশকর্মীও। পার্ক স্ট্রিট-সহ আশপাশের রাস্তা এবং পার্কগুলিতেও বাড়তি পুলিশকর্মী মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া সিসি ক্যামেরা এবং ১১টি ওয়াচটাওয়ারের মাধ্যমে এলাকায় নজরদারি চালানো হবে। নজরদারির দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার আধিকারিকেরা। থাকছে ১০টি পুলিশ সহায়তা কেন্দ্র।

বড়দিন উপলক্ষে প্রতিবছর গির্জায় যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে অংশ নিতে দেখা যায়। তবে এবার মুখ্যমন্ত্রী গেলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।