আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

শুরু কলকাতা আন্তর্জাতিক বইমেলা

করোনা আবহ অনেকটাই কেটে যাওয়ায় এবার বড় করেই হচ্ছে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরের থিম কান্ট্রি বাংলাদেশ। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে এবছর বইমেলায় থাকছে বিশেষ চমক।

করোনার পাশপাশি ভোটের কথা মাথায় রেখে চলতি বছরে ৩১ শে জানুয়ারি বদলে ২৮ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধনের দিন ঘোষণা করা হয়।

জানা গেছে, ৬০০টি বুকস্টল এবং ২০০টি লিটিল ম্যাগাজিন স্টল থাকছে  বলে জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। সেন্ট্রাল পার্ক চত্বরে ৯টি তোরণ, যার প্রতিটি থেকেই মেলায় প্রবেশ এবং বাহিরের সুবিধা থাকবে।  বঙ্গবন্ধুর লেখা তিনটি বইয়ের আদলে তিনটি তোরণ। এছাড়া বিশ্ববাংলা গেট, সত্যজিত্‍ রায় গেট এবং অবনীন্দ্রনাথ ঠাকুর গেট থাকবে।

উপস্থিত থাকবেন বাংলাদেশের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী কে এম খালিদ। বাংলার বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক সেলিনা হোসেন। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্য সরকারের একাধিক মন্ত্রী এবং কবি, সাহিত্যিক ও বিশিষ্টজনেরা।

এবার বইমেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং ঋষি অরবিন্দের নামে দুটি হল হবে। এছাড়াও থাকছে প্রেস কর্নার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় মুক্তমঞ্চ।মেলায় মেডিকেল সহায়তা কেন্দ্র ও অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করবে বইমেলার হেলথ পার্টনার পিয়ারলেস হসপিটাল। গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, বইমেলায় এবার বিশ্বের ২০টি দেশের পাবলিশার্সরা অংশগ্রহণ করেছে। থিম কান্ট্রি বাংলাদেশের প্যাভিলিয়নেই থাকছে ৫০টি প্রকাশক সংস্থা। প্রথম কলকাতা বইমেলায় অংশ নিয়েছে ইরান।

এই প্রথম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ভার্চুয়ালি দেখা যাবে গোটা বিশ্বজুড়ে। গিল্ডের সোশ্যাল মিডিয়া পেজ এবং ওয়েবসাইটে তা দেখা যাবে। বইমেলা-২০২২ সরাসরি সম্প্রচারিত হবে SNU টিভিতে। যাঁরা বইমেলা সরাসরি আসতে পারবেন না, তাঁরা ঘরে বসেই কলকাতা বইমেলার সমস্ত বিনোদন উপভোগ করতে পারবেন ডিজিটাল মাধ্যমে।