স্কুল সার্ভিস কমিশনের ভুয়ো নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টে এই রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়া ভুয়ো নিয়োগের জন্য সরকারের খরচ হওয়া টাকা পুনরুদ্ধারের নির্দেশও দেওয়া হয়েছে। কার সুপারিশে গ্রুপ ডি পদে নিয়োগ করা হয়েছিল তা নিয়ে টানাপোড়েনের মধ্যেই প্রথমবার চাকরি বাতিল করার মতন কড়া সিদ্ধান্ত নিল হাইকোর্ট।
মেয়াদ উত্তীর্ণ একটি প্যানেল থেকে নারাজোল এএলখান বিদ্যালয়ে গ্রুপ ডি পদে চাকরি পান এক ব্যক্তি। অভিযোগ স্কুল সার্ভিস কমিশনের সুপারিশেই এই চাকরিটি পান তিনি। এই নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ ছাড়া কার নির্দেশে ভুয়ো চাকরিতে যোগ দিলেন ওই ব্যক্তি, উঠতে থাকে এই প্রশ্ন। ভুয়ো চাকরিপ্রাপককে দেওয়া হয় আত্মপক্ষ সমর্থনের সুযোগ। ভুয়ো নিয়োগ পত্র এর বিষয়ে তদন্ত এর নির্দেশ দেন বিচারপতি। ৪ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বানানোর নির্দেশও দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সমস্ত নথিপত্র এই দলের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্যে বহুদিন ধরে বন্ধ স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। তারই মধ্যে এই ভুয়ো চাকরির ঘটনায় কার্যতই উত্তেজনা ছড়িরিয়েছ এসএসসি পাস করা হবু শিক্ষক শিক্ষিকাদের মধ্যে।