রাজ্য লিড নিউজ

হাইকোর্টে ধাক্কা রাজ্যের, উচ্চ প্রাথমিকে নিয়োগে স্থগিতাদেশ

আবারও কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। এবার উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন বুধবার নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে।

উচ্চ প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের একটি তালিকা সম্প্রতি প্রকাশ করে রাজ্য সরকার। অভিযোগ, নিয়ম মেনে তালিকা প্রকাশ হয়নি। মেধা তালিকা অনুযায়ী ইন্টারভিউয়ে ডাক পাননি অনেকে বলেই অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত একটি মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়। বুধবার মামলাটির শুনানি শুরু হয়। বিচারপতি অভিযোগকারী ও সরকার পক্ষের বক্তব্য শোনার পর নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। আগামী শুক্রবার ফের শুনানি, ওইদিন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে রাজ্য সরকারকে।