ব্রেকিং নিউজ রাজ্য

ছাত্র বহিষ্কারের সিদ্ধান্তে স্থগিতাদেশ

ছাত্র বহিষ্কারে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ছাত্র বহিষ্কার অনেক বড় শাস্তি। ছাত্ররা সব ক্লাস করতে পারবেন। বিক্ষোভের জন্য সবার সমস্যা হবে এটা মেনে নেওয়া হবে না। ছাত্রদের রাজনীতিতে জড়ানো উচিত নয় বলে জানান হাইকোর্টের বিচারপতি। ১৫ সেপ্টেম্বর আগামী শুনানির দিন ধার্য করা হয়েছে।

বিশ্বভারতীকে হাইকোর্টে যে কয়েকটি নির্দেশ দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বিশ্বভারতীতে কোনও বিক্ষোভ আন্দোলন করা যাবে না। আদালতের তরফে এদিন বলা হয়, তিনজন ছাত্র ক্লাসে যোগ দিতে পারবে। ছাত্র বহিষ্কারের সিদ্ধান্ত কড়া পদক্ষেপ ছিল বলে এদিন জানিয়েছে হাইকোর্ট।

যদি কোনও অধ্যাপককে বেআইনি ভাবে বহিষ্কার করে থাকে তাহলে তাদেরও আবেদন করার রাস্তা খোলা রয়েছে বলে জানান হয়েছে আদালতের তরফে। কোনও রাজনৈতিক রঙ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে না লাগাটাই শ্রেয় বলে মনে করেছে আদালত।

উপাচার্যের উদ্দেশ্যেও বিচারপতি বলেন, ‘‌ছাত্র বা অধ্যাপকদের বিরুদ্ধে যে সমস্ত মন্তব্য করেছেন তা থেকে বিরত থাকা প্রয়োজন।’‌ উল্লেখ্য, তিন ছাত্রকে বরখাস্তের প্রতিবাদে বিশ্বভারতীর উপাচার্য বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের একাংশ অবস্থান বিক্ষোভ করে। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বলেই জানিয়েছিলেন আন্দোলনকারীরা।