আজ ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস। বেশ কয়েকদিন আগে থেকেই সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছিলেন। কলকাতা ময়দানের আশে পাশেই তাদের থাকার এবং খাওয়ার বন্দোবস্ত করা হয়। ফলে মাঠের অবস্থা আরও খারাপ হতে পারে একথা মাথায় রেখেই ফুটবল লিগের ম্যাচ ৩ দিনের জন্য বাতিল করা হয়। ২৫ জুলাই ম্যাচ শুরু করার কথা জানায় আইএফএ।
দু’বছর পর আজ পালিত হল তৃণমূলের শহীদ দিবস। এই সমাবেশে লক্ষাধিক মানুষের জমায়েত হবে বলেই আশা করেছিলেন তৃণমূল সমর্থকরা। সেই মতই নেওয়া হয় বিভিন্ন প্রস্তুতি, ময়দানের আশে পাশেই সাধারন মানুষের খাবার আয়োজন করা হয়। এছাড়াও মাঠের পাশে দূর দুরান্ত থেকে আশা যাত্রীদের গাড়ি ও বাস রাখার বাবস্থা করা হয়। প্রসঙ্গত, পঞ্চম ডিভিশনের ম্যাচগুলো যেসমস্ত মাঠে খেলা হয় তাঁর অবস্থা অত্যন্ত শোচনীয়। মাঝে মাঝেই খেলার সময় আহত হন বেশ কয়েকজন। তাই ২১ জুলাই এর পর মাঠের অবস্থা যে আরও করুন হবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
এই অবস্থায় খেলা চললে যেকোনো সময় দুর্ঘটনা নিশ্চিত। তাই খেলোয়াড়দের কথা মাথায় রেখেই বন্ধ করা হয়েছে কলকাতা ফুটবল লিগ। সেইকারনেই মাঠ পুনরায় আগের অবস্থায় আশার পরই ২৫ জুলাই পুনরায় খেলা শুরু হবে বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।