বিনোদন ব্রেকিং নিউজ

পিছিয়ে গেল চলচ্চিত্র উৎসব

সময়ে হচ্ছে না। বরং পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ, করোনা পরিস্থিতিতে পিছিয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার নতুন তারিখ জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে তার জন্যই এই উদ্যোগ। নভেম্বর মাস থেকে তা পিছিয়ে নিয়ে যাওয়া হল জানুয়ারি মাসে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, নভেম্বর মাসের ৫–১২ হওয়ার কথা ছিল ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তবে এখন পরিস্থিতি অন্যরকম। করোনা আবহে চলচ্চিত্র উৎসবের আয়োজন সম্ভব নয় বলেই মনে করছে রাজ্য সরকার। তাই নির্ধারিত সূচি বদল করা হল। তবে শেষ মুহূর্তে চলচ্চিত্র উৎসব বাতিল হওযায় অনেক পরিকল্পনা মাঠে মারা গেল বলে মনে করছেন অনেকে।
এদিন টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশ্বের চলচ্চিত্র মণ্ডলীর সম্মতি নিয়েই আমরা উৎসবের দিন বদলের সিদ্ধান্ত নিয়েছি। মুখ্যমন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতির জন্য চলচ্চিত্র উৎসবের সময় বদল করা হয়েছে। পরিস্থিতি ঠিক থাকলে ২০২১ সালের ৮–১৫ জানুয়ারির মধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। তখন বাংলায় ঠাণ্ডাও পড়ে যাবে।
নবান্ন সূত্রে খবর, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। একাধিক বিশিষ্টজনের কাছে আমন্ত্রণও পৌঁছে গিয়েছে। ছবির নির্বাচনের কাজও শেষ পর্যায়ে। কিন্তু করোনা পরিস্থিতিতে চলচ্চিত্র উৎসব করা বড়সড় ঝুঁকি নেওয়ার সমান হয়ে দাঁড়াবে। এখন যদি এই উৎসবের অনুমতি দেওয়া হয় তাহলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই এই সিদ্ধান্ত।