রাজ্য

খাস কলকাতার ক্লাবে বিকট বিস্ফোরণ

বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে উঠল বেলেঘাটা এলাকা। একটি ক্লাবে হয় এই বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, ক্লাবটির ছাদ ও দেওয়ালের একটি অংশ উড়ে গিয়েছে। বিকট শব্দে ঘুম ভাঙে বাসিন্দাদের। বেলেঘাটা গান্ধী ভবনের কাছেই এই বিস্ফোরণ হয়েছে।
মঙ্গলবার সকাল ৬টা ৩০ মিনিট নাগাদ বেলেঘাটা গান্ধী ভবনের পাশে একটি ক্লাব থেকে তীব্র শব্দ পান স্থানীয় বাসিন্দারা। প্রবল আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে তাঁরা দেখতে পান যে, ক্লাবটির ছাদ ও দেওয়ালের একাংশ উড়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে যায় বেলেঘাটা থানার পুলিশ। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেও। ক্লাব কর্তাদের দাবি, বোমাবাজির ফলে এই ঘটনা ঘটেছে।
বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, উড়ে গিয়েছে বাড়ির ছাদ। তছনছ হয়েছে এলাকা। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইটের টুকরো। ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে পুলিশ। ঠিক কী থেকে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ওই ক্লাবের ছাদে কোনও ধরনের বিস্ফোরক মজুত ছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ক্লাবের সদস্যরা বলছেন সকালে মোটরবাইকে চড়ে দু’‌জন বহিরাগত আসে এলাকায়। বিস্ফোরণ ঘটায় এবং চম্পট দেয়। আবার অনেকে বলছেন, ওই ক্লাবেই রাখা ছিল বিস্ফোরক। যদিও কোনটি সত্যি তা এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান, ওই ক্লাবে কোনও বিস্ফোরক মজুত ছিল। তবে সেই দাবি উড়িয়ে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তারা জোর গলায় বলেছে, ক্লাবে বিস্ফোরক মজুত থাকার কোনও প্রশ্নই ওঠে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ক্লাবে বোমা রাখা ছিল কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে ডিসি ইএসডি অজয় প্রসাদ। তিনি জানান, আমরা তদন্ত করছি। বম্ব স্কোয়াড এসেছে। ফরেনসিক আসছে। ঘটনাস্থলে স্নিফার ডগ আনা হয়েছে।