রাজ্য

পনেরো ঘন্টা পর সৎকার হল করোনায় মৃত বৃদ্ধার

করোনা আক্রান্তের মৃত্যু হলে ভোগান্তির শেষ নেই। এবার এমনই এক ঘটনা ফের ঘটল শহরে। মৃত্যুর শংসাপত্র না মেলায় ১৫ ঘণ্টা বাড়িতেই পড়ে রইল কেষ্টপুরের করোনা আক্রান্ত এক বৃদ্ধার দেহ। এই ঘটনায় শহরে শোরগোল পড়ে গিয়েছে। করোনার রিপোর্ট পজিটিভ এসেছিল উষারানি মণ্ডলের (৬৫)। স্থানীয় এক চিকিৎসকের কাছে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। তবে রিপোর্ট পজিটিভ আসার পরে তাঁকে হাসপাতালে ভর্তি করার চেষ্টা শুরু করেন পরিজনেরা। কিন্তু কোথাও বেড মেলেনি। এরপরেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান বলে পরিবারের সদস্যদের বক্তব্য।
স্থানীয় সূত্রে খবর, কেষ্টপুর সমরপল্লি সংলগ্ন ৩ নম্বর ক্যাম্প এলাকার বাসিন্দা ছেলে অরুণ মায়ের ডেথ সার্টিফিকেটের জন্য স্থানীয় চিকিৎসককে ফোন করেন। অভিযোগ, সেই চিকিৎসক ডেথ সার্টিফিকেট দিতে রাজি হননি। তখন মৃতের পরিবার স্থানীয় কাউন্সিলারের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে বিষয়টি জানানো হয় বিধাননগর পুরনিগমে। এদিকে বাড়িতেই পড়েছিল মৃতদেহ। বাগুইআটি থানা এবং কাউন্সিলারের সহায়তায় সার্টিফিকেটের ব্যবস্থা হয়। তারপর দেহ সৎকারে নিয়ে যাওয়া হয়।
ছেলে অরুণের বক্তব্য, ‘‌আমরা সব হাসপাতালেই চেষ্টা করেছিলাম মাকে ভর্তি করতে। কিন্তু কোথাও বেড পায়নি। মা মারা যাওয়ার পরেও আমাদের কাছে ডেথ সার্টিফিকেট না থাকায় প্রশাসন মৃতদেহ নিয়ে যেতে পারেনি।’‌ এই ঘটনা করোনায় শয্যা সঙ্কটের বিষয়টাই ফের সামনে এনে দিল। মেয়র কৃষ্ণা চক্রবর্তীর দাবি, এখানে পুরসভার গাফিলতি নেই। প্রক্রিয়াগত কারণে সময় লেগেছে।