বিধ্বংসী অগ্নিকাণ্ড গিরিশ পার্ক এলাকায়। শুক্রবার সকালে ভয়াবহ আগুন লাগে গিরিশ পার্কের রামদুলাল সরকার স্ট্রিটের একটি বাড়িতে।
আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ভস্মীভূত হয়ে যায় দোতলা বাড়ির উপরের চিলেকোটা ঘর।
অন্যদিকে, অগ্নিকাণ্ডে ঝলসে গিয়েছেন দুই মহিলা। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। দমকল কর্মীদের প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, রান্না করার সময় গ্যাস লিক করেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।