ব্রেকিং নিউজ শিল্প-সাহিত্যের খবর

কলকাতা বইমেলা হচ্ছে না!‌

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী জানুয়ারি মাসে হচ্ছে না ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। করোনাভাইরাসের জেরে বইমেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করল আয়োজক সংস্থা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড। ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে বইমেলা হওয়ার কথা ছিল। স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখেই পিছোল বইমেলা।
রবিবার গিল্ডের পক্ষ থেকে ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, করোনা পরিস্থিতিতে কিছু সময়ের জন্য তাঁরা বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হলেন। পরিস্থিতি স্বাভাবিক হলে বইমেলার পরিবর্তিত দিনক্ষণ ঘোষণা করা হবে। পৃথিবীর বেশ কিছু জায়গায় পুনরায় লকডাউন জারি করা হয়েছে। করোনায় ভয়াবহ পরিস্থিতির কথা মাথায় রেখে পিছিয়ে গেল আন্তর্জাতিক কলকাতা বইমেলা।
জানা গিয়েছে, ৪৫তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের থিম কান্ট্রি ছিল বাংলাদেশ। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল, আগামী বইমেলায় শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করার। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক বিমান বন্ধ রয়েছে। ফলে বিদেশি বইয়ের স্টল করা সম্ভব নয়। বিভিন্ন দেশ থেকে প্রকাশকরা আসেন। যা কলকাতা বইমেলা অন্যতম বৈশিষ্ট্য। তাই অনির্দিষ্টকালের জন্য বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গিল্ড কর্তা জানান, আমরা প্রস্তুত রয়েছি। স্কুল, কলেজ, শুরু হলে ও আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হলে, পুনরায় বইমেলার আয়োজন করা হবে। অস্বাভাবিক পরিস্থিতির কারণে আমরা আপাতত বইমেলা পিছিয়ে দিতে বাধ্য হচ্ছি। আমরা আশ্বস্ত করছি, যে মুহূর্তে পরিস্থিতি অনুকূল হবে, আমরা ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্মতি নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২১ সালের পরিবর্তিত তারিখ ঘোষণা করব।