ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী অনুষ্কা শর্মা করোনার সময় মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন৷ তাদের সাহায্য পাচ্ছেন বহু মানুষ৷ তারকা দম্পতি এবার আয়াংশ গুপ্তা নামের একটি শিশুর পাশে দাঁড়িয়েছেন। মাসকুলার এট্রোফি নামের বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় প্রয়োজন ছিল ১৬ কোটি টাকা৷
বাচ্চার চিকিৎসার ফান্ড জড়ো করার জন্য তার মা -বাবা ‘AyaanshFightsSMA’ নামে একটি টুইটার অ্যাকাউন্ট খুলেন৷ সেই অ্যাকাউন্ট থেকে আয়াংশের মা -বাবা এই সুখবর দিয়েছেন যে তাদের সন্তানের চিকিৎসার জন্য টাকা পাওয়া গেছে৷ বিরাট কোহলি ও অনুশকা শর্মা ফান্ড সংগ্রহে তাদের সাহায্য করেছেন৷
এই অ্যাকাউন্ট থেকে টুইট করে বলা হয়েছে, ‘আমরা কখনোই ভাবতে পারিনি এই প্রচণ্ড কঠিন সফর এত সুন্দর ভাবে শেষ হবে৷ আমাদের এই কথা জানাতে দারুণ খুশি হচ্ছে যে আয়াংশের চিকিৎসার জন্য ১৬ কোটি টাকা প্রয়োজন ছিল আমরা তা পেয়ে গেছি৷ আমাদের যারা সাহায্য করেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ ৷ এটা আপনাদের জয়৷’
এরপর বলা হয়েছে ,‘কোহলি ও অনুষ্কা আপনাদের ফ্যান হিসেবে ভালোবাসতাম, কিন্তু আপনার আয়াংশের অভিযানের জন্য যা করলেন তা আশাতীত, আপনি ছক্কা মেরে আমাদের জীবনের ম্যাচ জিততে সাহায্য করলেন৷’